ঢাকা,  মঙ্গলবার  ০৭ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

শেয়ারবাজারে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে : অর্থ প্রতিমন্ত্রী

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২০, ৫ মার্চ ২০২৪

শেয়ারবাজারে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে : অর্থ প্রতিমন্ত্রী

নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেছেন, শেয়ারবাজারের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রতিনিধিদের কথা শুনে শেয়ারবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আস্বাস দেন তিনি।

সোমবার (৪ মার্চ) শেয়ারবাজারে ব্রোকারদের সংগঠন ডিবিএ প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন।

এদিন ডিবিএর একদল প্রতিনিধি প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের সাথে তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাত করেন।

সাাতকালে ডিবিএর প্রেসিডেন্ট শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং বাজারের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।

ডিবিএ প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএফএ, সেক্রেটারি মো. দিদারুল গনী, সিনিয়র ম্যানেজার (একাউন্টস) পংকজ চন্দ্র ভৌমিক।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

দেশে চলমান তাপদাহের কারণে আজ (৪ মে) ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুরসহ ২৫ জেলায় সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কোরবানীর ঈদের দেড়মাস আগে থেকেই চড়া মসলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে দেড় হাজার টাকা। আদা-রসুনের মূল্যও ঊর্ধ্বমুখী।
পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অভিষেকে উজ্জ্বল তানজিদ, ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।