ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ঢাকায় আসতে রাজি হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩, ১৭ জানুয়ারি ২০২৩

ঢাকায় আসতে রাজি হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ছবি সংগৃহীত

কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। সেই সম্পর্ক এবার আরও উন্নতি হতে চলেছে। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে আলোচনা চলছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার। এবার সেই উদ্যোগ সফল হতে চলেছে। ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা দল।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে জানান, সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসবে  বিশ্বজয়ী আর্জেন্টিনা দল। আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।’

বাফুফে বস আরও জানান, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (আএফএ) আমাদের জানিয়েছে জুনের ফিফা উইন্ডোতে ওরা আসতে চায়। টার্মস এন্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে আসবে নিশ্চিত। 

তবে খেলার মাঠ ও পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন সালাউদ্দীন। তিনি বলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামের যা অবস্থা, তাতে খেলা হবে কোথায় সেই প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু তিনি নিশ্চয়তা দিয়েছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে।  জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয় জরুরিভিত্তিতে সব করতে বলা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তারা রাজি হয়েছে।

মেসিরা ঢাকায় এলে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে এমন প্রশ্নে কাজী সালাউদ্দিন বলেন, আর্জেন্টিনা ফেডারেশন ওদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে। আমরা সেই নামগুলো নিয়ে কাজ করবো। বিভিন্ন দেশকে রাজি করাবো। শেষে একটি দেশ ঠিক করা হবে। তারাই হবে মেসিদের প্রতিপক্ষ।

তবে জুনে হলেও ঠিক কত তারিখ হবে এটা এখনও নিশ্চিত করেননি বাফুফে বস।

এর আগে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিলেন মেসিরা। সেবার নাইজেরিয়ার বিরুদ্ধে খেলেছিল আর্জেন্টিনা দল। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।