ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

অবসরের ঘোষণা হাশিম আমলার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৭, ১৮ জানুয়ারি ২০২৩

অবসরের ঘোষণা হাশিম আমলার

ছবি সংগৃহীত

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৯ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার হাশিম আমলা।

গত বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন আমলা। ওই মৌসুমে ৪০ এর কাছাকাছি গড়ে ৭০০ রান সংগ্রহ করে সারেকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমলা তার দুই দশকের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ৩৪,১০৪ রান করেছেন। যা দক্ষিণ আফ্রিকার হয়ে জ্যাক ক্যালিসের পর সর্বোচ্চ।

স্বাগতিক ভারতের বিপক্ষে ২০০৪ সালে ইডেন গার্ডেনে টেস্টে অভিষেক হাশিম আমলার। এরপর ১২৪ ম্যাচ খেলে ৪৬.৬৪ গড়ে ২৮টি সেঞ্চুরি ও ৪১টি হাফসেঞ্চুরিতে ৯২৮২ রান করেছেন আমলা। এই ফরম্যাটে ৩১১ রানের অপরাজিত একো ইনিংস খেলার কীর্তিও রয়েছে।
২০০৮ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় আমলার। টেস্টের মতো ওয়ানডে ক্রিকেটেও বেশ সফল ছিলেন তিনি। ১৮১ ওয়ানডেতে পঞ্চাশের কাছাকাছি (৪৯.৪৬) গড়ে ২৭ সেঞ্চুরি আর ৩৯টি ফিফটিতে করেছেন ৮১১৩ রান।

এছাড়া ৪৪ টি-টোয়েন্টিতেও দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামেন এই কিংবদন্তি। যেখানে ৩৩.৬১ গড় ও ১৩২ স্ট্রাইক রেটে ১২৫৭ রান করেন এই ব্যাটার। যেখানে ৮টি ফিফটিও হাঁকান ডানহাতি এই ব্যাটার।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন হাশিম আমলা। সে বছরই টেস্ট ক্রিকেটকেও বিদায় জানান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক সময়ের নাম্বার ওয়ান এই ব্যাটার। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।