ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

কলম্বিয়ার কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় আর্জেন্টিনার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ২৮ জানুয়ারি ২০২৩

কলম্বিয়ার কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় আর্জেন্টিনার

ছবি সংগৃহীত

লিওনেল মেসিদের পরের উত্তরসূরি বলা যায় তাদেরকে। অনূর্ধ্ব-২০ ফুটবল দল মানেই হলো জাতীয় দলের সবচেয়ে কাছের পাইপলাইন। এখান থেকেই আগামীর তারকা, আগামীর জাতীয় দল গড়ে উঠবে।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কিংবা দেশটির ফুটবল বোদ্ধারা আপাতত তাদের পরবর্তী প্রজন্ম নিয়ে এখনও ভাবতে বসতে পারে। কারণ, লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনাকে। সর্বশেষ স্বাগতিক কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারতে হলো তাদের।

কলম্বিয়াকে হারাতে পারলে একটা সুযোগ সৃষ্টি হতে তো লা আলবিসেলেস্তেদের। আগের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারানোর ফলে একটা সম্ভাবনা তৈরি হয়েছিলো টিকে থাকার।

কলম্বিয়ার বিপক্ষে জিতলে গ্রুপের তৃতীয় দল হিসেবে উঠে যেতো সুপার সিক্সে। কিন্তু ১-০ গোলের এই পরাজয়ে উল্টো কলম্বিয়া উঠে গেছে সুপার সিক্সে, বিদায় হলো আর্জেন্টিনার।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।