ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

২০২৩ সাল থেকে যে সব মডেলের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না

প্রকাশিত: ২৩:৪৬, ২৮ ডিসেম্বর ২০২২

আপডেট: ২৩:৪৭, ২৮ ডিসেম্বর ২০২২

২০২৩ সাল থেকে যে সব মডেলের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না

ছবি সংগৃহীত

পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের বেশকিছু ফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না। আগামী ৩১ ডিসেম্বর থেকে নির্দিষ্ট কিছু স্মার্টফোনে এই ম্যাসেজিং সেবা বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।

হ্যান্ডসেটে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে অন্তত আইওএস ১২ এবং অ্যান্ড্রোয়েড ৪.১ সিস্টেমের ফোন থাকতে হবে। এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, এখন ৮৯ শতাংশ আইফোন ব্যবহারকারী আইওএস ১৫ ব্যবহার করছেন, যেখানে ৪ শতাংশ ব্যবহারকারীর আইওএস ১৩ বা তার আগের সংস্করণ ব্যবহার করছেন। 

সমর্থন বন্ধ হওয়ার তালিকায় থাকা ফোনগুলি বেশ পুরানো এবং তাদের বেশিরভাগই নতুন অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এর মধ্যে রয়েছে অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে, সনি এবং এলজির তৈরি বিভিন্ন মডেল - 

অ্যাপল
আইফোন ৫ এবং আইফোন ৫ সি। 

স্যামসাং
গ্যালাক্সি এসিই ২, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এসটু, গ্যালাক্সি এসথ্রি মিনি, গ্যালাক্সি ট্রেন্ডটু, গ্যালাক্সি ট্রেন্ড লাইট এবং গ্যালাক্সি এক্সকাভারটু।

হুয়াওয়ে
এসেন্ড ডি, এসেন্ড ডি১, এসেন্ড ডি২, এসেন্ড জি৭৪০, এসেন্ড মেট এবং এসেন্ড পি১।

সনি
সনি এক্সপেরিয়া আরক এস, এক্সপেরিয়া মিরো এবং এক্সপেরিয়া নিও এল।

এলজি
ইন্যাক্ট, লুসিডটু, অপ্টিমাস ফোরএক্স এইচডি, অপ্টিমাস এফ ৩, অপ্টিমাস এফ৩ কিউ, অপ্টিমাস এফ ৫, অপ্টিমাস এফ ৬, অপ্টিমাস এফ ৭, অপ্টিমাস এলটু ২, অপ্টিমাস এলথ্রি ২, অপ্টিমাস এলথ্রি ২ ডুয়াল, অপ্টিমাস এলফোর ২, অপ্টিমাস এলফোর ২ ডুয়াল, অপ্টিমাস এলফাইভ, অপ্টিমাস এলফাইভ ডুয়াল, অপ্টিমাস এলফাইভ ২, অপ্টিমাস এলসেভেন, অপ্টিমাস এলসেভেন ২, অপ্টিমাস এলসেভেন ২ ডুয়াল এবং অপ্টিমাস নিট্রো এইচডি।

হোয়াটসঅ্যাপ সমর্থন না করা ফোনের তালিকায় আরও রয়েছে লেনোভো এ৮২০, এইচটিসি ডিজায়ার ৫০০, উইকো সিন্ক ফাইভ, উইকো ডার্কনাইট জেডটি, আর্কোস ৫৩ প্ল্যাটিনাম, গ্র্যান্ড এস ফ্লেক্স জেডটিউ, গ্র্যান্ড এস কোয়াড ভি৯৮৭ জেডটিই, কোয়াড এক্স এল এবং মিমো জেডটিই ভি৯৫৬।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।