ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

তামহীদ খান তিশাদ

প্রকাশিত: ১৫:৪৯, ২১ মে ২০২৪

আপডেট: ১৫:৫৩, ২১ মে ২০২৪

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

ছবি: রয়টার্স

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (২৩ মে) দেশজুড়ে শোক পালন করা হবে।

মঙ্গলবার (২১ মে) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এদিন নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

রবিবার দেশটির পূর্ব আজারবাইজান থেকে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট। তার সাথে থাকা পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি নেতা এই দুর্ঘটনায় প্রাণ হারান।

অন্যদিকে, রাইসির মৃত্যুতে ভারত ও পাকিস্তানেও একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন