ছবি সংগৃহীত
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ডের এই কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে; অনেকে দ্রুত ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন।
ভূমিকম্পের প্রভাবে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি। তিনি জানান, রেলিং নিচে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদারকির কাজ শুরু করেছে। রাজধানীর অন্যান্য এলাকাতেও ক্ষয়ক্ষতির সম্ভাব্য তথ্য সংগ্রহ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিস্তারিত আসছে...









