২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে পটপরিবর্তনের পর টাইগারদের জার্সিতে খেলা হয়নি সাকিব আল হাসানের। মাঝে একবার দেশে ফিরে খেলার সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত আসা হয়নি। তবে এবার এই অলরাউন্ডারকে দলে ভেড়ানোর আভাস দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে এমন আভাসই দিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।
বিসিবির এই পরিচালক বলেন, ‘আমাদের একটা এজেন্ডা ছিল, ক্রিকেট অপারেশনসে, আমাদের যে কয়জন খেলোয়াড় চুক্তিবদ্ধ হবেন সেখানকার খেলোয়াড় তালিকা নিয়ে। খেলোয়াড়দের গ্রেড নিয়ে, ‘সি’, ‘বি’, ‘ডি’ ইত্যাদি নিয়ে। তখন আমাদের ডিরেক্টর প্রস্তাব দিয়েছেন যে সাকিব আল হাসান (বাংলাদেশের হয়ে খেলতে) আগ্রহী এবং সাকিবের সঙ্গে কথা হয়েছে। সে খেলতে চায়। আমাদের তরফ থেকে যেটা হচ্ছে, সাকিব যদি খেলতে চায়, সেক্ষেত্রে আমাদের বোর্ড ফিটনেস বা দলে ফিরতে (নির্বাচন) যে সমস্ত আনুষ্ঠানিক ব্যাপার আছে সেগুলো, যেমন সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিংয়ের কী অবস্থা সেটা দেখবে। আমাদের প্রেসিডেন্টকে (আমিনুল ইসলাম বুলবুল) বলা হয়েছে, এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ করতে। তার (সাকিবের) ব্যক্তিগত যে ইস্যুগলো রয়েছে সেগুলো যদি সরকার অনুমতি দেয় বা সরকার কীভাবে সেটা মোকাবেলা করবে সেটা সরকারের ব্যাপার। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি।’
আসিফ আকবর আরও বলেন, ‘বিপিএলের কারণে বসা হয়নি। বাট আজকে বসার পর সিদ্ধান্ত নিয়ে আসছি, আগামী ১ বছর কারা আমাদের সাথে চুক্তিতে থাকবে। সেই চুক্তির প্রসঙ্গ আসতেই... প্রস্তাব আসছে, সাকিবের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা এসেছে, এবং সেই প্রস্তাবের আমিই সমর্থক ছিলাম। সাকিবের সঙ্গে সরকারের কী সমস্যা, আইন-আদালতের কী হিসাব আছে সেটা সরকার দেখবে। কিন্তু আমরা বোর্ড থেকে সাকিবকে চেয়েছি যে, আমাদের চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডের খেলোয়ারদের, সেখানে সাকিবের নাম আমরা প্রস্তাব করেছি। সরকারের সঙ্গে আলাপ করবেন আমাদের বিসিবি প্রেসিডেন্ট।’
পরে বিসিবির মিডিয়া কমিটির ম্যানেজার আমজাদ হোসেন খোলাসা করেন, ‘আপনাদের অবগত করতে চাই, সাকিবকে নিয়ে আমাদের আলোচনা হয়েছে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যদি সাকিবের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস, অ্যাকসেসেবিলিটি এবং যেই ভেন্যুতে খেলা হবে সেখানে যদি তার থাকার মতো ক্যাপাসিটি থাকে, তাহলে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিবকে বিবেচনা করবে।’









