ঢাকা,  বৃহস্পতিবার  ২৩ অক্টোবর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সরকারের নিরপেক্ষতা নিয়ে ‘নিশ্চিন্ত থাকতে’ বললেন প্রধান উপদেষ্টা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:৫২, ২২ অক্টোবর ২০২৫

সরকারের নিরপেক্ষতা নিয়ে ‘নিশ্চিন্ত থাকতে’ বললেন প্রধান উপদেষ্টা

সরকারের নিরপেক্ষতা নিয়ে জামায়াত নেতাদের নিশ্চিত থাকতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

“আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছি; সামনে আরও অনেক উদ্যোগ আপনারা দেখতে পাবেন,” জামায়াত নেতাদের সঙ্গে আলাপকালে বলেন প্রধান উপদেষ্টা।

আজ বুধবার জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন মুহাম্মদ ইউনূস। 

আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দলদুটির প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্ট আলাপ করেন বলে তার প্রেস বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়েও আলোচনা হয় বলে জানানো হয়েছে।

এসময় প্রশাসনে বিশেষ রাজনৈতিক দলগুলোর প্রভাব নিয়ে দুটি দলই উদ্বেগ প্রকাশ করলে তিনি তাদের জানান, নির্বাচনের আগে প্রশাসনের যেকোনো রদবদল তিনি নিজেই সরাসরি তদারকি করবেন।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চান। 

এসময় প্রধান উপদেষ্টা এনসিপিকে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানান। 

এদিকে, জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে নয়, বরং তার আগেই জুলাই সনদের ওপর গণভোটের দাবি করেন জামায়াত নেতারা।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন