ঢাকা,  বুধবার  ০৫ নভেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ডা. শফিকুর রহমান

জাতীয় নির্বাচনে জোট নয়, নির্বাচনী সমঝোতায় যাবে জামায়াত

অনলাইন ডেক্স

প্রকাশিত: ২১:১০, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:৩৭, ৫ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনে জোট নয়, নির্বাচনী সমঝোতায় যাবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনও রাজনৈতিক জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি জানিয়েছেন, নির্বাচনী সমঝোতার মাধ্যমে দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল দলগুলোর সঙ্গে একযোগে নির্বাচনে অংশ নিতে চায় জামায়াত।

বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জামায়াতের তৃতীয় মেয়াদে আমির নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় ফিরে বিমানবন্দরে দলের নেতা-কর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনা পান ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “আমরা কোনও জোট করার সিদ্ধান্ত নিইনি, জোট করবও না। আমরা নির্বাচনী সমঝোতা করব। শুধু ইসলামী দল নয়, দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল যারা আছেন, তারাও যুক্ত হচ্ছেন। আগামীতে আরও অনেক দল এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হবেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।”

গণভোটের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে জামায়াত আমির বলেন, “গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? তাই আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ আইনগত ভিত্তি পাক।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ নিজেরাই তো নির্বাচন চায়নি। আপনারা কি তাদের উপর জোর করে নির্বাচন চাপিয়ে দেবেন? তারা নির্বাচনে বিশ্বাসী—সেটা তারা প্রমাণ করতে পারেনি। যেটা তারা চায় না, সেটা এখন তাদের উপর চাপিয়ে দিলে জুলুম হবে না?”

আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। দুঃশাসনের কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাই দুঃশাসনের যত কারণ ছিল, সেগুলো দূর করা জরুরি। সবচেয়ে বড় কারণ দুর্নীতি। আমরা জাতিকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমি দুর্নীতি করব না, কাউকে করতে দেব না—এমন প্রতিজ্ঞাই দেশকে এগিয়ে নেবে।”

পি আর (PR) পদ্ধতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্রের ফর্মুলা হলো একাধিক দল ও আদর্শের প্রতিযোগিতা। আমাদের পি আর পদ্ধতির দাবি শ্রেষ্ঠ দাবি বলে মনে করি। জনগণ এটি বিবেচনায় নেবে। জনগণকে নিয়েই আমরা কাজ করব। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করব না।”

তিনি আরও বলেন, “জনগণ যদি মনে করে ভবিষ্যতে যেন আর কোনও ফ্যাসিবাদ না আসে, সেজন্য পি আর পদ্ধতি প্রয়োজন। আমরা সেই দাবিতে অটল থাকব। সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। কারণ, নির্বাচন দেরি হলে বিভিন্ন ধরনের আশঙ্কা তৈরি হবে।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন