ঢাকা,  রোববার  ২১ ডিসেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

অনলাইন ডেক্স

প্রকাশিত: ২১:১৮, ৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা ও চট্টগ্রাম-৮ আসনের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তরা আকস্মিকভাবে হামলা চালায়। এতে এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। দ্রুত তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এই সময় দুর্বৃত্তরা এসে গুলি করে। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় সরওয়ার বাবলা নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে এরশাদ উল্লাহ, সরওয়ার বাবলাসহ তিনজন গুলিবিদ্ধ হন।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে বিএনপি সমর্থক ও স্থানীয়রা এলাকায় ভিড় করেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন