
ভোলায় প্রাকৃতিক জলাশয় ও সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত
ভোলা সদর উপজেলায় প্রাকৃতিক জলাশয় ও সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার জিজেইউএস ল্যান্ডিং স্টেশন থেকে ভোলা খালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া, খামার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউল হক।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, রাজস্ব খাতের আওতায় মোট ৪৩৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে ২১৮ কেজি পোনা বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে এবং বাকি পোনা ১৮টি সরকারি পুকুরে ছাড় দেয়া হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া বলেন, “এ উদ্যোগের ফলে স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। পাশাপাশি প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়ে স্থানীয় জেলেদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।”