ঢাকা,  শনিবার  ১৩ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের পিকেএসএফ-এর কার্যক্রম পরিদর্শন

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ২২:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৫

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের পিকেএসএফ-এর কার্যক্রম পরিদর্শন

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের পিকেএসএফ-এর কার্যক্রম পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত Michael Miller পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ)’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। সদস্যদের সাথে মতবিনিময় শেষে প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘অতিদরিদ্র মানুষেরা তাদের অবস্থার পরিবর্তন করেছেন। তাদের সাফল্যের গল্পে আমরা অনুপ্রাণিত।’

১১ সেপ্টেম্বর ২০২৫ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে পিপিইপিপি-ইইউ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ইইউ প্রতিনিধিদলের ফার্স্ট কাউন্সেলর Edwin Koekkoek এবং প্রোগ্রাম ম্যানেজার (রেজিলিয়েন্ট লাইভলিহুডস) মেহের নিগার ভূঁইয়া ইইউ রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন। এছাড়া পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ, পিপিইপিপি-ইইউ প্রকল্প পরিচালক ড. শরীফ আহম্মদ চৌধূরী এবং পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক সেলিনা শরীফ উপস্থিত ছিলেন।

ইইউ প্রতিনিধিদল পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় আয়োজিত পুষ্টি মেলার স্টল, স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্প, আন্তঃকিশোরী ক্লাব প্রতিযোগিতা, বয়সভিত্তিক আদর্শ খাবার নির্বাচন প্রদর্শনী, প্রতিবন্ধিতা সহায়ক উপকরণ বিতরণ ও বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকাণ্ড – যেমন: সেলাই কাজ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ, ভ্রাম্যমাণ মৎস্য বিক্রয়কেন্দ্র, মোবাইল সার্ভিসিং, বাঁশ-বেতের সরঞ্জাম তৈরি, ভেড়া পালন, কাঁকড়া মোটাতাজাকরণ, প্রসপারিটি বাড়ি প্রভৃতি পরিদর্শন করেন। এছাড়া পরিদর্শক দলটি দুর্যোগ সচেতনতা বিষয়ক একটি পথনাটক উপভোগ করেন এবং প্রকল্পের আওতায় গঠিত একটি গ্রাম কমিটিতে সদস্যদের সাথে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন