ঢাকা,  বৃহস্পতিবার  ০৯ অক্টোবর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

অস্ট্রেলিয়া-বাংলাদেশ ব্যবসায়িক ডিনারে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আহ্বান

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৪৬, ৩ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়া-বাংলাদেশ ব্যবসায়িক ডিনারে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আহ্বান

ছবি:নিউজ জার্নাল ২৪

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সিডনিতে আয়োজিত হলো এক জমকালো নেটওয়ার্কিং ডিনার। 

গত বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ডলটোন হাউস ডার্লিং আইল্যান্ডে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ভিজ্যুয়াল রিক্যাপ, দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনা এবং ঐতিহ্যবাহী অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি পরিবেশিত হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সেক্রেটারি ব্রায়ান লল। সভাপতির বক্তব্যে প্রেসিডেন্ট আব্দুল খান রতন দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন।

ডিনারে বক্তব্য দেন নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী পেনি শার্প, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি মন্ত্রী আনুলাক চানথিভং, শ্যাডো মিনিস্টার মার্ক কোরি, ফেডারেল এমপি ডা. মাইক ফ্রিল্যান্ডার, মার্ক স্পিকম্যান এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার বেন কারসন। এছাড়া বাংলাদেশের কর্ণফুলি গ্রুপের নির্বাহী পরিচালক সামিউর ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ড. সবুর খানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্ণফুলি শিপ বিল্ডার্স, বিজিএমইএ, এফবিসিসিআই, ডিকসিসিআই, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মিডিয়া পার্টনার হিসেবে সময় টিভিও এ স্বীকৃতি লাভ করে।

সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করেন ডিমি কোলোভস, রোমানা হক ও নিলুফার ইয়াসমিন। নৃত্য পরিবেশন করেন স্পিরিট অব দ্য আইল্যান্ডস ডান্স কোম্পানি এবং আদ্রিতা আকাশ।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫-এর অংশ হিসেবে আয়োজিত এই নেটওয়ার্কিং ডিনার ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন