
পারভীন মাহমুদ, এফসিএ
বাংলাদেশের প্রখ্যাত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও সমাজ উন্নয়নকর্মী পারভীন মাহমুদ এফসিএ ২০২৫ সালের সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (SAFA) এর লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সিটি অব ড্রিমসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
দীর্ঘ কর্মজীবনে পারভীন মাহমুদ নারী নেতৃত্ব, আর্থসামাজিক উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও সামাজিক উদ্ভাবনে বিশেষ অবদান রেখে আসছেন। তিনি ব্র্যাক থেকে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্মের পার্টনার হিসেবেও তিনি কাজ করেছেন।
নারী নেতৃত্বের অগ্রদূত হিসেবে তিনি বাংলাদেশের ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (আইসিএবি)-এর প্রথম নারী প্রেসিডেন্ট এবং সাফা-এর প্রথম নারী বোর্ড সদস্য ছিলেন। বর্তমানে তিনি মানুষের জন্য ফাউন্ডেশন, মাইডাস, হার স্টোরি ফাউন্ডেশন এবং শাশা ডেনিমস পিএলসি-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইউসেপ বাংলাদেশ ও অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবেও নেতৃত্ব দিয়েছেন।
তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশে বহু সম্মাননা পেয়েছেন। ২০২৩ সালে তিনি টপ ৫০ প্রফেশনাল অ্যান্ড কেরিয়ার উইমেন অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া তিনি লায়ন্স ইন্টারন্যাশনালের প্রগ্রেসিভ মেলভিন জোন্স ফেলো।
উল্লেখ্য, এবারের সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি শ্রীলঙ্কায় কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস এর সিলভার জুবলি উপলক্ষে আয়োজিত ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কনফারেন্স ২০২৫-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।