ঢাকা,  শনিবার  ০৮ নভেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

কিউএস এশিয়া র‌্যাঙ্কিং ২০২৬: দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেরা ১০০-এ নেই কোনো প্রতিষ্ঠান

অনলাইন ডেক্স

প্রকাশিত: ২১:০৭, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:৩৮, ৫ নভেম্বর ২০২৫

কিউএস এশিয়া র‌্যাঙ্কিং ২০২৬: দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেরা ১০০-এ নেই কোনো প্রতিষ্ঠান

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সায়মন্ডস (কিউএস) এ বছরের এশিয়া বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’-এ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেরা ১০০-এ স্থান পায়নি।

তবে এক হাজার ৫২৯টি এশীয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দেশের প্রথম অবস্থানে আবারও অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ বছরের র‌্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান ১৩২তম, যা গতবারের ১১২তম থেকে নেমেছে।

সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের আরও দুইটি প্রতিষ্ঠান রয়েছে—নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম)বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট, ১৬৫তম)

বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং (প্রধান উল্লেখযোগ্য কিছু):

  • ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – ২২১

  • ব্র্যাক ইউনিভার্সিটি – ২৬০

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় – ৩০৪

  • রাজশাহী বিশ্ববিদ্যালয় – ৩১২

  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৩৩৭

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় – ৩৭৮

  • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৩৮৫

  • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৪১৪

  • ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি – ৪৪৮

  • খুলনা বিশ্ববিদ্যালয় – ৪৫৪

তালিকায় আরও রয়েছে—রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং অন্যান্য বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়।

কিউএস র‌্যাঙ্কিং এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাগত মান, গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিকীকরণ ও কর্মসংস্থান সুযোগের ভিত্তিতে তৈরি করা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে আরও গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন