ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে সুস্পষ্ট রোডম্যাপ দিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:১২, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে সুস্পষ্ট রোডম্যাপ দিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে আগামী সোমবারের মধ্যে অধ্যাদেশ জারির সুস্পষ্ট রোডম্যাপ দিতে আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষার্থীরা। 

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সোমবারের মধ্যে অধ্যাদেশ জারি নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ না দিলে আবারও রাজপথ অবরোধ করা হবে। এসময় ৭ কলেজের শিক্ষকসহ বিসিএস শিক্ষা ক্যাডাররা মিলে ঢাকেবি বাস্তবায়নে বাধা দিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা।

একইসঙ্গে শিক্ষকরা আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাস না করানোরও হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন তারা। এমনকি কিছু শিক্ষক ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন সংবাদ সম্মেলনে আসা শিক্ষার্থীরা। 

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ৭ কলেজকে অন্তর্ভুক্তি করার চেষ্টা করলে ঢাকা ব্লকড করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন