ঢাকা,  শনিবার  ০৮ নভেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

এশিয়ায় অবস্থান ৮০১–৮৫০তম, দক্ষিণ এশিয়ায় ২৫৪তম

প্রথমবারের মতো কিউএস র‍্যাংকিংয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেক্স

প্রকাশিত: ২১:০৭, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:২২, ৫ নভেম্বর ২০২৫

প্রথমবারের মতো কিউএস র‍্যাংকিংয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (Quacquarelli Symonds) প্রকাশিত সর্বশেষ এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৫-এ প্রথমবারের মতো স্থান পেয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি এশিয়া অঞ্চলে ৮০১–৮৫০তম এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে ২৫৪তম অবস্থানে রয়েছে।

এ বছর কিউএস র‍্যাংকিংয়ে বাংলাদেশের ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে শেকৃবির অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে।

শেকৃবির শিক্ষার্থীরা বলছেন, প্রতিষ্ঠার এত বছর পর এসে এই অন্তর্ভুক্তি “আনন্দের হলেও কিছুটা হতাশাজনক।” তাদের মতে, কৃষিখাতের উন্নয়ন ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এতদিন র‍্যাংকিংয়ে না থাকার পেছনে ছিল প্রস্তুতির ঘাটতি ও আন্তর্জাতিক স্বীকৃতিমূলক কার্যক্রমের অভাব।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, কিউএস র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হতে হলে একাডেমিক কার্যক্রম, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, আন্তর্জাতিক শিক্ষার্থী সংখ্যা, সাইটেশন ও সহযোগী গবেষণা– এসব ক্ষেত্রে নিয়মিত তথ্যসংগ্রহ ও মূল্যায়ন প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রয়োজন।

কিউএস র‍্যাংকিং বিশ্বের অন্যতম গ্রহণযোগ্য উচ্চশিক্ষা মানদণ্ড। প্রতি বছর এই সংস্থা গবেষণা কার্যক্রম, একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, আন্তর্জাতিক অংশীদারিত্ব, প্রকাশনা ও প্রভাবসহ নানা সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করছেন, ভবিষ্যতে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে শেকৃবি আরও উন্নত অবস্থানে পৌঁছাতে পারবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন