ঢাকা,  শনিবার  ০৮ নভেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ইলন মাস্কের টেসলার থেকে উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ বছরের শেষ নাগাদ প্রদর্শনের আশ্বাস

অনলাইন ডেক্স

প্রকাশিত: ২১:০৭, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:৩১, ৫ নভেম্বর ২০২৫

ইলন মাস্কের টেসলার থেকে উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ বছরের শেষ নাগাদ প্রদর্শনের আশ্বাস

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক আবারও তাঁর স্বাভাবিক ধাঁচের নাটকীয়তায় বিশ্বের নজর কাড়লেন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পডকাস্ট দ্য জো রোগান এক্সপেরিয়েন্স-এ অংশ নিয়ে মাস্ক জানিয়েছেন, বছরের শেষ নাগাদ টেসলার উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

উড়ন্ত গাড়ির ধারণা ইলন মাস্কের কাছে নতুন নয়। এক দশক ধরে তিনি এমন পরিকল্পনার কথা বলছেন। পডকাস্টে মাস্ক বলেন, “আমরা প্রোটোটাইপ প্রদর্শনের জন্য প্রায় প্রস্তুত। এটি এমন কিছু, যা মানুষ কোনোভাবেই ভুলবে না।” তিনি আরও যোগ করেন, “ভালো হোক বা খারাপ, এটি স্মরণীয় হবেই।”

জো রোগানের প্রশ্নের উত্তরে মাস্ক বলেন, “উন্মোচনের আগে তো উন্মোচন করা যায় না। এটি হবে টেসলার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় পণ্য উন্মোচন।” মাস্ক আশা প্রকাশ করেন, বছরের শেষ নাগাদ প্রদর্শন সম্ভব হবে।

তবে প্রযুক্তিগত বাস্তবতায় এখনো কিছু বাধা রয়েছে। মাস্কের পূর্ববর্তী প্রকল্পগুলোর মতোই, নতুন উড়ন্ত রোডস্টারও বাণিজ্যিকভাবে বাজারে আসবে কি না, তা নিশ্চিত নয়। টেসলার স্বয়ংক্রিয় সাইবারক্যাব বা রোবোট্যাক্সি প্রকল্পও এখনও কারখানায় উৎপাদনের পর্যায়ে পৌঁছায়নি।

উড়ন্ত গাড়ির ধারণা নতুন নয়। ১৯৫০-এর দশক থেকে বিভিন্ন সংস্থা এমন যান তৈরি করতে চেষ্টা করেছে। জটিল প্রযুক্তি, নিরাপত্তার ঝুঁকি এবং কঠোর বিমান বিধিনিষেধের কারণে কোনো প্রকল্পই মূলধারায় আসতে পারেনি। মাস্ক জানান, নতুন গাড়িতে এমন প্রযুক্তি রয়েছে যা “একেবারেই পাগলাটে ও অবিশ্বাস্য।” তিনি উল্লেখ করেন, এটি হয়তো গাড়ি নয়—দেখতে গাড়ির মতো হলেও, জেমস বন্ডের সব গাড়ি একত্র করলেও এমন কিছু পাওয়া যাবে না।

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের যান যদি সত্যিই উড়তে সক্ষম হয়, তবে পাইলটের প্রশিক্ষণ ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ক্ষেত্রে নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং আইনগত কাঠামো তৈরি করতে আরও সময় লাগবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন