ঢাকা,  সোমবার  ১৫ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

রাকসু হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৫ জন নির্বাচিত

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রাকসু হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৫ জন নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হল ছাত্র সংসদ নির্বাচনে ৪৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেয়েদের ৬টি হলে ৪২ জন এবং ছেলেদের ১ টি হলে ৩ জন রয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা যায়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছে বিজয়-২৪ হলে বিতর্ক সম্পাদক, কমনরুম সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে একজন করে ৩ জন; রোকেয়া হলে বিতর্ক সম্পাদক, কমনরুম সম্পাদক, সহকারী কমনরুম সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সহকারী ক্রীড়া সম্পাদক এবং সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ১ জন করে ৬ জন ও সদস্য পদে ৩ জনসহ ৯ জন; তাপসী রাবেয়া হলে কমনরুম সম্পাদক, সংস্কৃতি সম্পাদক ও সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ১ জন করে ৩ জন; বেগম খালেদা জিয়া হলে বিতর্ক সম্পাদক, সহকারী কমনরুম সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সহকারী ক্রীড়া সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে একজন করে ৬ জন এবং সদস্য পদে ৪জন সহ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া মন্নুজান হলে সংস্কৃতি সম্পাদক পদে ১ জন; বিজয়-২৪ হলে বিতর্ক সম্পাদক, সহকারী কমনরুম সম্পাদক, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ১ জন করে ৩ জন; রহমতুন্নেসা হলে বিতর্ক সম্পাদক, সহকারী বিতর্ক সম্পাদক, কমনরুম সম্পাদক, সহকারী কমনরুম সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সহকারী ক্রীড়া সম্পাদক পদে একজন করে ৬ জন এবং সদস্য পদে ৩ জনসহ মোট ৯ জন; জুলাই-৩৬ হলে সহকারী বিতর্ক সম্পাদক, সহকারী কমনরুম সম্পাদক, সহকারী ক্রীড়া সম্পাদক, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ১ জন করে ৪জন এবং সদস্য পদে ৩ জনসহ মোট ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে একজন এবং রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে ১ টি করে ৩ টিসহ মোট ৪টি পদে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। ফলে, এই পদগুলো ফাঁকা থাকবে।

পদ ফাঁকা থাকার বিষয়ে রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মো. সেতাউর রহমান বলেন, যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়াই হল সংসদ চলবে। অন্য কোনোভাবে সেগুলো পূরণ করার উপায় নেই।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন