ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

আজান দেওয়ার অনুমতি দিল দক্ষিণ আফ্রিকার আদালত

প্রকাশিত: ১৩:০২, ২৬ নভেম্বর ২০২২

আজান দেওয়ার অনুমতি দিল দক্ষিণ আফ্রিকার আদালত

আজান দেওয়ার অনুমতি দিল দক্ষিণ আফ্রিকার আদালত

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের 'ইসিপিংগো তালিমুদ্দিন ইসলামিক ইনস্টিটিউটে' মাইকে আজান দিতে পারবে বলে ঘোষণা দিয়াছে দেশটির একটি আদালত।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই ঐতিহাসিক রায় দিয়াছেন।

প্রায় দুই বছর আগে স্থানীয় নাগরিক (ভারতীয় বংশোদ্ভূত) ইলাউরি গিরি চন্দ্র নামে এক বাসিন্দা মাদ্রাসার (মসজিদ) আজানকে উচ্চমাত্রার শব্দ দুষণ বলে অভিহিত করে মামলা করেন।

এতে তিনি উল্লেখ করেন, আজান তার স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করছে।

মামলার দীর্ঘ শুনানির পর ঐতিহাসিক রায়ে জানানো হয়, তালিমুদ্দিন ইসলামিক সেন্টার মাইকে আজান দিয়ে দক্ষিণ আফ্রিকার আইনের পরিপন্থী কোন কাজ করছে না। এখন থেকে মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষ উচ্চস্বরে মাইকে আজান দিতে পারবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গেজেট প্রকাশ করেছে।

দক্ষিণ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারপারসন ড. ফয়সাল সুলিমান বলেছেন, এসসিএর এ রায়ে সব ধর্মের বিজয় হয়েছে।

একটি ধর্মীয় স্বাধীনতার দেশ দক্ষিণ আফ্রকার। এ দেশে সব ধর্মের মানুষ অবাধে তাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলতে পারেন। আদালতের এমন রায়ে মুসল্লিরা সন্তুষ্ট হয়েছেন।

এদিকে মসজিদে পুনরায় আজান দেয়ার অনুমতি দেয়ায় স্থানীয় মুসলমানরা আনন্দের সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করছেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।