ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ১৮ জানুয়ারি ২০২৩

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

ছবি সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেই একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

এই দুর্ঘটনায় দুই শিশুও মারা গেছে। ১০ জনকে চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্ত্রী দেনিস মোনাসতিরস্কি ছাড়াও আরও আটজন ওই হেলিকপ্টারে ছিলেন। তার প্রধান সহকারী মন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবও মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

হেলিকপ্টারটি শহরতলী ব্রোভারিতে এসে বিধ্বস্ত হয়।

 

ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহর ক্লিমেনকো ফেসবুকে জানিয়েছেন, হেলিকপ্টারটি রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের।  

কিন্ডারগার্টেনের পাশেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। স্কুলভবন থেকে শিশু ও অন্যান্যনের সরিয়ে নেওয়া হয়। একটি জলন্ত ভবনের বাইরে হেলিকপ্টারটির ভাঙা অংশ পড়ে থাকতে দেখা যায়।  

দুর্ঘটনার সময় অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি আবাসিক ভবনের কাছে থাকা কিন্ডারগার্টেনে আঘাত হানে।
 
এই পর্যন্ত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে যাদের মধ্যে ১০ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন ক্লিমেনকো।  

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।