
ফাইল ছবি
ভারত ও চীনের সঙ্গে ঔপনিবেশিক আমলের মতো আচরণ না করার জন্য পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশ দুটো ঔপনিবেশিক শাসন ও দীর্ঘ সময় ধরে সার্বভৌমত্বের ওপর হামলার ফলে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে দাবি পুতিনের।
চীনের সামরিক প্রদর্শনীতে অংশ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
একইসাথে ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে চীন ও ভারতের সঙ্গে অর্থনৈতিক সংলাপ সম্ভব বলে মনে করে এই রুশ নেতা। তিনি আরও বলেন, দুই দেশেরই শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে।
এছাড়া পশ্চিমারা বৈশ্বিক অর্থনৈতিক সমস্যার জন্য ইউক্রেন যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করছে বলে দাবি করেছেন পুতিন।
এদিকে, যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়বস্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন পুতিন।