ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে কিছু আইনি জটিলতা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর সমাধান না করে তাকে বিদেশে পাঠানো যাবে না। এ সংক্রান্ত আবেদনটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে।
এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হবে আগামীকাল রবিবার (১ অক্টোবর)।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। এ বিষয়ে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।