ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
তিনি জানান, বাকি ৬৩টি আসনের কিছু শরিক দলকে ছেড়ে দেওয়া হবে এবং কিছু আসনে প্রার্থী নিয়ে জটিলতা থাকায় এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছি। সারাদেশে সংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবেই ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর জন্য কিছু আসন খালি রাখা হয়েছে।”
প্রকাশিত তালিকা অনুযায়ী,
-
রংপুর বিভাগে ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়া, এবং অন্যান্য আসনে ব্যারিস্টার নওশাদ জমির, ফরহাদ হোসেন আজাদসহ আরও অনেকে মনোনয়ন পেয়েছেন।
-
রাজশাহী বিভাগে বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার নাম তালিকায় রয়েছে। এছাড়া রুহুল কুদ্দুস দুলু, মিজানুর রহমান মিনুসহ বেশ কয়েকজন অভিজ্ঞ নেতা রয়েছেন।
-
খুলনা বিভাগে নজরুল ইসলাম মঞ্জু, রকিবুল ইসলাম বকুল, হাবিবুল ইসলাম হাবিবসহ পুরোনো মুখের পাশাপাশি কয়েকজন নতুন প্রার্থীও স্থান পেয়েছেন।
-
বরিশাল বিভাগে পটুয়াখালী-১ আসনে সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের নাম রয়েছে।
-
ঢাকা বিভাগে গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), মির্জা আব্বাস (ঢাকা-৮), ইশরাক হোসেন (ঢাকা-৬), নবীউল্লাহ নবী (ঢাকা-৫)সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে প্রার্থী করা হয়েছে।
-
সিলেট বিভাগে খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী (সিলেট-১), তাহসিনা রুশদীর (সিলেট-২) ও আনিসুল হক (সুনামগঞ্জ-১) মনোনয়ন পেয়েছেন।
-
চট্টগ্রাম বিভাগে আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-১০), আ ন ম এহছানুল হক মিলন (চাঁদপুর-১) এবং লুৎফর রহমান কাজল (কক্সবাজার-৩)সহ পরিচিত নেতাদের নাম প্রকাশ করা হয়েছে।
এছাড়া কক্সবাজার, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় স্থানীয় নেতৃত্বকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।
দলের কেন্দ্রীয় সূত্র জানায়, শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে বাকি আসনগুলোতে প্রার্থীর নাম প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বিএনপি দীর্ঘদিন নির্বাচন বর্জনের নীতি অনুসরণ করলেও আসন্ন নির্বাচনকে ঘিরে দলের কেন্দ্রীয় নেতারা সক্রিয় প্রচার-প্রস্তুতি শুরু করেছেন। এ ঘোষণার মধ্য দিয়ে কার্যত দলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ময়দানে নামার ইঙ্গিত দিয়েছে।









