ঢাকা,  শনিবার  ০৭ ডিসেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই: ফয়জুল করীম

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২২:৩৫, ১২ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই: ফয়জুল করীম

ছবি সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যে ফ্যাসিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে। কিন্তু চিহ্নিত এক রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে বেইমানি করছে। তারা দেশকে ভালো না বেশে এদেশের মানুষের আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই। সবাই ক্ষমতায় যেতে ব্যস্ত।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নওগাঁয় শহরের এটিম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার গণ সমাবেশে এসব কথা বলেন।

অন্তর্বতী সরকারের উদ্দেশ্য তিনি বলেন এদেশের মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে। আর উপদেষ্টা বানানো হচ্ছে বিদেশি চাটুকারদের। যারা ইসলাম ও দেশের দুশমন। যা দেশের সাধারণ মানুষ মেনে নিবে না।

গণ সমাবেশে নওগাঁ জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিতে বক্তব্য রাখেন, নায়েবে আমির আব্দুল হক আজাদ, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন