ঢাকা,  মঙ্গলবার  ০৯ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পাকিস্তান আমলেও কবর থেকে লাশ তুলে আগুন দেওয়া হয়নি: রিজভী

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ৬ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তান আমলেও কবর থেকে লাশ তুলে আগুন দেওয়া হয়নি: রিজভী

ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। পাকিস্তান আমলেও মাজারে এমন হামলা হয়নি। 

আজ শনিবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত বিএনপি আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘তৌহিদী জনতার নামে কিছু মানুষ মাজার আক্রমণ করছে, কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দিচ্ছে, এদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে।’ তিনি বলেন, ‘দেশের মানুষ ঐক্যবদ্ধ নয়, সেজন্যই এত হিংসা আর হানাহানি চলছে।’

দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান আমলেও এমন মাজার আক্রমণ হয়নি, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়নি।’

রিজভী বলেন, ‘কিছু দল বিএনপিকে ভারতপন্থী বলছে। যারা বলছে, ওরা নিজেরাই বাংলাদেশপন্থী নয়।’ তিনি বলেন, বিএনপি সবসময় বাংলাদেশ ও এর জনগণের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও করবে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন