
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, আন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য আন্তরিক থাকলেও কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। কারণ তারা জানে, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি—রাজনীতির মোকাবেলা রাজনীতি দিয়েই করতে হবে। যারা বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।”
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ভোলার চরফ্যাশনে সর্বস্তরের মানুষের গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন নুরুল ইসলাম নয়ন। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন এবং ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তিনি আন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান, যাতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কোনো পক্ষ যেন তা নস্যাৎ করতে না পারে।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নুরুল ইসলাম নয়ন। এর আগে মনপুরা থেকে রওনা হয়ে চরফ্যাশন পৌঁছালে উপজেলার ২১ ইউনিয়নের হাজারো নেতাকর্মী বেতুয়া লঞ্চঘাটে ফুলেল শুভেচ্ছা ও বরণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে গণসংবর্ধনা দেওয়া হয় তাকে।