ঢাকা,  রোববার  ১৩ অক্টোবর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সরকারি ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণিতে ভ্রমণ নয়

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২২:৫৮, ৩১ মে ২০২৩

সরকারি ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণিতে ভ্রমণ নয়

ছবি প্রতিকী

সরকারি খরচে বিদেশ যাত্রার ক্ষেত্রে উড়োজাহাজের প্রথম শ্রেনিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এ সংক্রান্ত নির্দেশনায় বুধবার সই করেছেন বলে জানিয়েছেন তার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

তিনি জানান, কোভিড পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীরণের নানামুখী পদক্ষেপের আওতায় সরকারি ব্যয়ে আকাশপথে ‘প্রথম শ্রেণি’তে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপে আজ (বুধবার) স্বাক্ষর করেন।

সরবরাহ সংকটে ডলারের দামে অস্থিরতা দেখা দিলে গত বছরের মে মাসে নানা বিধিনিষেধ দেয়া হয়েছিল।

আমদানি-রপ্তানি বাণিজ্যের ভারসাম্য প্রতিকূলে চলে যাওয়ায় চলতি বছরের শুরু থেকেই দেশে বিদেশি মুদ্রার সরবরাহ কমে যায়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও পরিস্থিতি স্বাভাবিক রাখা যাচ্ছে না। একই সঙ্গে আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যয় সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নেয়।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন