ঢাকা,  মঙ্গলবার  ১৪ অক্টোবর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

মধ্যরাতে হঠাৎ মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১০:১১, ১৪ অক্টোবর ২০২৫

মধ্যরাতে হঠাৎ মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার

মধ্যরাতে ঢাকায় মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে নজিরবিহীন পদক্ষেপ। দূতাবাসের নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত টিম সোয়াত মোতায়েন করা হয়েছে। 

সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাতে দূতাবাসের নিরাপত্তায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপির একাধিক কর্মকর্তা জানান, সোমবার মার্কিন দূতাবাসে ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বেশকিছু সদস্যকে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ও বিশেষায়িত সোয়াট টিমের সদস্যরা রয়েছেন। 

গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে বলেন, এটা আমাদের রুটিন ডিউটি। মাঝেমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়। এখানে ডিএমপির সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আমিও দূতাবাসের সামনে রয়েছি।

তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় মার্কিন দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, হামলার হুমকি ও নিরাপত্তা শঙ্কার বিষয়টি মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) জানায়। এরপর পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ), ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার, গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সোয়াত টিম ঘটনাস্থলে যান এবং নিরাপত্তা জোরদার করেন।

সোমবার রাত ৯টার পর থেকে মার্কিন দূতাবাস ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এক কথায়, সেখানে গড়ে তোলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তাবলয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ অন্যান্য বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে।

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন