ঢাকা,  শুক্রবার  ১৪ নভেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলার বোরহানউদ্দিনে

তেতুলিয়া নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন ২০২৫’ উদযাপন

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৮, ১৪ নভেম্বর ২০২৫

তেতুলিয়া নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন ২০২৫’ উদযাপন

“Just Transition – Justice Based Transition”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হয়েছে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন ২০২৫’। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং দ্য এম্বাসি অব সুইডেন-এর অর্থায়নে সিআরইএ (CREA) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কর্মসূচির আয়োজন করে।
 
শুক্রবার (১৪ নভেম্বর) বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের চরগঙ্গাপুর তেতুলিয়া নদীর পাড়ে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। জলবায়ু-ঝুঁকিপূর্ণ এই অঞ্চলে সকাল থেকেই ভিড় করেন স্থানীয় নারী-পুরুষ, যুবসমাজ, কিশোর-কিশোরী, কমিউনিটি নেতৃত্ব, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
 
আলোচনা সভা, র‍্যালি ও মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নদীভাঙন প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং ন্যায়ভিত্তিক রূপান্তরের দাবি জানান।
কর্মসূচিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও নেতৃত্ব নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
তাদের মতে, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে ন্যায়ভিত্তিক রূপান্তর এখন সময়ের দাবি। স্থানীয়ভাবে সচেতনতা ও প্রস্তুতি না বাড়ালে ভবিষ্যতে নদীভাঙন, লবণাক্ততা ও চরম আবহাওয়ার ঝুঁকি আরও বাড়বে। দিনব্যাপী কর্মসূচি শেষে তারা কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন