ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

স্বর্ণের দাম বেড়েছে

নিউজ জার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৬, ১২ এপ্রিল ২০২২

স্বর্ণের দাম বেড়েছে

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সর্বোচ্চ মানের তথা ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) এই দাম কার্যকর হবে।

২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার বাজুসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৭৮ হাজার ৮৪৯ টাকা দরে।

২১ ক্যারেটের স্বর্ণের দাম একই পরিমাণ বেড়ে ৭৫ হাজার ৩৪৯ টাকা হয়েছে। গত তিন সপ্তাহ ৭৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়েছে এই মানের স্বর্ণ।

১৮ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি পড়বে এখন থেকে ৬৪ হাজার ৫৬০ টাকা। সোমবার পর্যন্ত ৬৩ হাজার ১০২ টাকায় বিক্রি হয়েছে।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ২২৫ টাকা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৮২৯ টাকা। ৫২ হাজার ৬০৫ টাকায় বিক্রি হয়েছে এই তিন সপ্তাহ।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের দামেই বিক্রি হবে এই ধাতু।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন