ঢাকা,  শনিবার  ২৫ মার্চ ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চায় বাংলাদেশ ব্যাংক

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৪, ৬ মার্চ ২০২৩

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চায় বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শাখার হালনাগাদ তথ্য ওয়েবপোর্টালে আপলোডের ৫ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি এবিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

রোববার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেমে (আইএসএস) রিপোর্টিং নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েব পোর্টালে আইএসএস রিপোর্ট আপলোড করতে হবে এবং পরবর্তী ৫ দিনের মধ্যে ব্যাংকগুলোকে শাখার হালনাগাদ তথ্য ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দাখিল করতে হবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে ব্যাপক গণহত্যা চালায়। আজও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি।
পুলিশ কর্মকর্তা খুনের মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি।
খুলনার শিরোমনিতে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শেখ আনসার আলীকে গুলি করে হত্যা।
ফ্রান্সে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে প্যারিস থেকে একদিনে ৪৫৭ জন গ্রেফতার।
ফৌজদারী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় লোকসভার সদস্য পদ হারালেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
নারী সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো আগামীকাল ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা।