দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক (২০২৩-২৫) নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল ‘ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর প্রার্থী পরিচিতি সভা শুক্রবার (১৪ জুলাই) রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়।
প্রার্থী পরিচিতি সভায় ব্যবসায়ী ঐক্য পরিষদের ২৩ জন প্রার্থী- কে কোন খাতের প্রতিনিধিত্ব করছেন এবং দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কী ধরনের ভূমিকা রাখছেন, সেসব বিষয় তুলে ধরা হয়। এছাড়া নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে আগামী দিনে তারা কী করতে চান, সে বিষয়েও একটি ধারণাপত্র তুলে ধরা হয়।
এফবিসিসিআই নির্বাচনে এবার ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির কয়েক মেয়াদের পরিচালক চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম। নির্বাচনে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন বিদায়ী সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি এ কে আজাদ ও মীর নাসির উদ্দিন।
আগামী ৩১ জুলাই এফবিসিসিআই ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপর ২ আগস্ট সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি এবং ছয় সহসভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে পরিচালক পদে বাংলাদেশ সিকিউরিটি সার্ভিসেস প্রতিনিধি হিসাবে নির্বাচন করছেন দেশের অন্যতম শীর্ষ গাড়ী বিক্রেতা প্রতিষ্ঠান ‘কার সিলেকশন’ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান ‘আমায়া সিকিউরিটিজ’-এর ব্যবস্থাপনা পরিচালক আসলাম সেরনিয়াবাত। তিনি গাড়ী আমদানীকারক ও বিক্রেতাদের শীর্ষ সংগঠন বারভিডা’র সিনিয়র সহ-সভাপতি। নির্বাচনে তাঁর ভোটার নম্বর ১৩৬১।