ঢাকা,  শনিবার  ০৭ ডিসেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

স্বপ্নের গরুর মাংস-আলুর ১ কোটি ২০ লাখ টাকার কম্বো প্যাক বিক্রি

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ১১ নভেম্বর ২০২৪

স্বপ্নের গরুর মাংস-আলুর ১ কোটি ২০ লাখ টাকার কম্বো প্যাক বিক্রি

ছবি সংগৃহীত

উচ্চ খাদ্য মূল্যস্ফীতির এই সময়ে নিম্ন-মধ্যবিত্তদের সুবিধার্থে ২০০ গ্রাম গরুর মাংস ও ১০০ গ্রাম আলুর কম্বো প্যাক বিক্রি শুরু করেছে স্বপ্ন সুপার শপ। প্রতিষ্ঠানটির তথ্যমতে, মাত্র ৯ দিনে ১৬০ টাকা মূল্যের এই কম্বো প্যাক বিক্রি হয়েছে ৭৫,০০০টি— যা টাকার অঙ্কে ১ কোটি ২০ লাখ টাকা। 

রোববার (১০ নভেম্বর) তেজগাঁও নভো টাওয়ারে স্বপ্নের প্রধান কার্যালয়ে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ব্যবসায়িক মডেল সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেন। 

স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানান, বর্তমানে স্বপ্নে ২০-২৫টি কম্বো প্যাক বিক্রি হচ্ছে— যেখানে অল্প পরিমাণে মাছ, মাংস, খিচুড়ি, মিক্স সবজি থেকে শুরু করে রয়েছে বিকেলের নাস্তার প্যাক। নিম্ন আয়ের মানুষ যাতে প্রয়োজনীয় পরিমাণ খাদ্যপণ্য সহজে কিনতে পারেন, সেই জন্যই স্বপ্ন এই আইডিয়া (ধারণা) নিয়ে এসেছে।

তিনি বলেন, "আমাদের যে কম্বো প্যাকগুলো চলছে, এর মধ্যে সর্বাধিক বিক্রিত হলো গরুর মাংস ও আলু— যেটা বিক্রি হচ্ছে ১৬০ টাকা। এখানে ১০ পিস গরুর মাংস ও ৩ পিস আলু রয়েছে।" 

"এছাড়া বেশি বিক্রিত আইটেমগুলোর মধ্যে রয়েছে— ১৩৫ টাকার ৪পিস রুই মাছ, বেগুন ও আলুর কম্বো; ১০০ টাকায় মুড়িঘণ্ট; ৬০ টাকায় ২ পিস মাছ ও আলুর কম্বো; ৬৫ টাকায় খিচুড়ির জন্য চাল-ডাল ও ২টি ডিমের কম্বো এবং ৫০ টাকার সবজি মিক্স," যোগ করেন তিনি। 

স্বপ্ন জানায়— ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার জোনের ১০০টি আউটলেটে এ অফার চলছে মাসের শুরু থেকে। ব্যাপক সাড়া পাওয়ায় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এ ধরনের মোট ১০০টি কম্বো প্যাক স্বপ্নের ৫২০টি আউটলেটের সবগুলোতে বিক্রি করতে চায় প্রতিষ্ঠানটি। 

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন