এর আগে, ৮২ হাজার ৩৮৩ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করে ফল প্রকাশ করা হয়, ছবি: সংগৃহীত
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ৮২ হাজার ৩৮৩ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করে ফল প্রকাশ করা হয়। কিন্তু সন্ধ্যার দিকে ফল স্থগিত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ফল প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, অনিবার্য কারণবশত সারাদেশে বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ডিজি অফিস থেকে পাঠানো ই-মেইলে ফল প্রকাশ না করতে বলা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সব প্রধান শিক্ষকদের জানাতে বলা হয়েছে।
তবে, কী কারণে ফল স্থগিত করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানানো হয়, বুধবার (১ মার্চ) এই ফল প্রকাশ করা হবে।