ঢাকা,  সোমবার  ০৯ সেপ্টেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

আ.লীগ আমলে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৪, ৭ মে ২০২৪

আ.লীগ আমলে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

ছবি সংগৃহীত

আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি, ভবিষ্যতেও হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার প্রেসক্লাবে শহীদ আহসান উল্লাহ্ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার এমপি স্মৃতি পরিষদ।

মন্ত্রী বলেন, ‘গুম, খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন এবং তারাই বলে এই দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই।’

‘বিএনপি এবং স্বাধীনতাবিরোধী শক্তিরা বুঝতে পেরেছিল যে গাজীপুরে তাদের অবস্থা দিন দিন খুবই নাজুক হয়ে যাচ্ছে। এ জন্যই আহসান উল্লাহ্ মাস্টারকে একটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে হত্যা করা হয়েছিল। আর আজকে হত্যাকারীরা বলে এই দেশে গণতন্ত্র নেই। আমাদের নেতাদের প্রকাশ্যে হত্যা করেছে তারা’- যোগ করে বললেন মন্ত্রী।

তিনি বলেন, ‘শহীদ আহসান উল্লাহ্ মাস্টারের একটাই দোষ ছিল যে তিনি বঙ্গবন্ধুর আদর্শ তথা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করতে কাজ করেছেন। সংসদ সদস্য থাকা অবস্থায় রাজপথে তাকে পেটানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় তাকে হত্যা করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বিদেশি প্রভুদের কথায় বিএনপি নির্বাচন বর্জন করেছে। তাদের উদ্দেশ্য একটাই অগণতান্ত্রিক পন্থায় তারা ক্ষমতায় আসতে চায়।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন