
ছবি সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেন, ‘গত জুলাইয়ের এক তারিখ থেকে পাঁচ আগষ্ট পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে। গণহত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন কতগুলো যৌতিক সংস্কার করে আমরা নির্বাচন চাই, কোন তাড়াহুড়ো নয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলাম জয়পুরহাট জেলা শাখা আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া ও সিরাজগঞ্জ জেলা আমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।