ভোলা শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি–পার্থ)–এর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির মহাজনপট্টি জেলা কার্যালয়ের সামনে এবং বিজেপির নতুন বাজারস্থ জেলা কার্যালয়ের সামনে পৃথকভাবে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ শেষে বেলা ১২টার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে নতুন বাজার পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছালে দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া–পাল্টা ধাওয়া।
এসময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের মিছিলে ব্যারিকেড দিলে তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হলে বেশ কয়েকটি মোটরসাইকেল ও বিজেপি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক, সাংবাদিকসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। দীর্ঘক্ষণ উত্তেজনা চলার পর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে। এ বিষয়ে বিএনপির ভোলা জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে।









