ঢাকা,  রোববার  ০২ নভেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলায় হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান এনসিপির

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ১৬:১৯, ২ নভেম্বর ২০২৫

ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান এনসিপির

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হওয়া উচিত— এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রবিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“এই সরকারের যদি জুলাই সনদ ঘোষণার ম্যান্ডেট না থাকে, তাহলে কোন ম্যান্ডেটে নির্বাচন দিল— আমি দেখতে চাই। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতেই হতে হবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, ডা. মাহমুদা আলম মিতু, ফয়সাল মাহমুদ শান্ত ও আরিফুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান শরীফ।
বক্তব্য দেন কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, রফিকুল ইসলাম কনক ও আবু সাঈদ মুসা।

নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন