ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বছরের সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

প্রকাশিত: ১৬:১২, ১৭ জানুয়ারি ২০২৩

বছরের সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

ছবি সংগৃহীত

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের উত্থান হয়েছে। একইসঙ্গে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রধান শেয়ারবাজারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৩৫ দশমিক ৬৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে।

একইসঙ্গে ‘ডিএস ৩০’ সূচকে ১৩ দশমিক ৯১ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচকে ৯ দশমিক ২৯ পয়েন্ট যোগ হয়েছে।

সব মূল্যসূচকের উত্থানের দিনে ডিএসইতে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ এক্সচেঞ্জটিতে ৯০০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭১৩ কোটি ৭৬ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৬টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৬৮টির, বিপরীত ১১৯ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইর সার্বিক সূচক ‘সিএএসপিআই’ মঙ্গলবার ৮৯ দশমিক ৩৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে ৪২ কোটি ২৭ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর অপরিবর্তিত ছিল ১০৩টির, কমেছে ৩৭টির। আর ৭৮ কোম্পানির শেয়ারের মূল্য আজ বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

৬ দিনের সরকারি সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা।
খরতাপ, অসহ্য গরম থেকে বাঁচতে জেলায় জেলায় ইসতিসকার নামাজ। বৃষ্টির জন্য কাঁদছেন, লাখো মানুষ।
আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা খুব কম। গরম আরও বাড়বে- বার্তা আবহাওয়া অধিদপ্তরের।
আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগের ফলে মামলার জট কমবে- অ্যাটর্নি জেনারেল।
অতিরিক্ত তাপ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের আড়াই’শ কোটি কর্মজীবি মানুষ নিয়ে উদ্বেগ জাতিসংঘের।
উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে উড়ে আসা সাহারা মরুভূমির ধুলিঝড়ে ঢেকে কমলা রংয়ে রূপ নিয়েছে গ্রিসের আকাশ। চব্বিশ ঘন্টায় ২৫টি দাবানল।
সিকান্দার রাজাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।