ঢাকা,  শনিবার  ০৭ ডিসেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

আওয়ামী লীগ নেতারা পালিয়েছেন ৩ দিনে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ৬ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগ নেতারা পালিয়েছেন ৩ দিনে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

আওয়ামী লীগ নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আগস্টের প্রথম সপ্তাহে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরে শহীদ মীর মুগ্ধের স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

জাহাঙ্গীর আলম বলেন, বিগত সরকারের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে যাঁরা অপরাধী, তাঁদের বেশির ভাগই ৫ থেকে ৭ আগস্টের মধ্যে পালিয়ে গেছেন। আর যাতে নতুন করে পালাতে না পারে, সে জন্য সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পালানো তাঁদের জন্য বেশ কঠিন। এখন পালাতে গেলে শুধু পুলিশ ও বিজিবি নয়, সাধারণ জনগণই তাঁদের ধরিয়ে দিচ্ছেন।

মামলায় শত শত আসামির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে পুলিশ বাদী হয়ে মামলা করত, ১০ জনের নাম দিত আর ৫০ জন দিত বেনামি। এখন কিন্তু পুলিশ মামলা করছে না। মামলা করছে সাধারণ জনগণ।’ তিনি আরও বলেন, ‘মামলা হলেই গ্রেপ্তার নয়। আগে তদন্ত হবে। তদন্তে দোষী সাব্যস্ত হলেই কেবল তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাঁরা জীবন উৎসর্গ করেছেন তাঁরা সবাই শহীদ। শুধু মুগ্ধ নন, যাঁরা শাহাদাতবরণ করেছেন, তাঁদের সবার জন্য আপনারা দোয়া করবেন।’ 

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা সরকার করবে। যদি উন্নত চিকিৎসার জন্য তাঁদের বিদেশে পাঠাতে হয়, সে ব্যবস্থাও সরকার করবে। তাঁদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক আহত ও অসুস্থদের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।’

এপিবিএনের প্রধান ও অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন ও পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম। 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন