ঢাকা,  সোমবার  ০৮ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০৪:১০, ৬ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ছবি প্রতিকী

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের পাশে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজিচালিত অটোরিকশার চালক শহিদুল (৫০) এবং দোকানকর্মী ইমরান (৪৮)। আহত হয়েছেন রফিক (৫০)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গুলিস্তান হেডকোয়ার্টার থেকে জানানো হয়, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহত রফিক ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এবং মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা যায়, হানিফ ফ্লাইওভারের পাশে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহিদুল ও ইমরান মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।’

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন