ঢাকা,  সোমবার  ১৫ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল, আটক ৬

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ১২ সেপ্টেম্বর ২০২৫

বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল, আটক ৬

ছবি সংগৃহীত

রাজধানীতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ-মিছিল করেছেন ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই মিছিলের পর একটি বাইকসহ ছয়জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।

বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের (এনসিপি) সামনে জড়ো হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মিছিল নিয়ে যান আওয়ামী লীগ নেতাকর্মী ও অনুসারীরা।

মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা গনমাধ্যমকে বলেন, “এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আমরা মিছিল করেছি।”

তিনি বলেন, “আমরা দুপুর ২টার পর থেকে বাংলামোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি। আড়াইটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যাই। আমাদের মিছিল দেখে আশপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছে।”

পুরাতন এলিফ্যান্ট রোডের বোরাক টাওয়ারের এক কর্মচারী বলেন, “হঠাৎ দেখি ‘হাজারখানেক’ লোক ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ স্লোগান দিয়ে, জয়বাংলা স্লোগান দিয়ে বাংলামোটর থেকে বোরাক টাওয়ারের দিকে আসছে।

“মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘হঠাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান দিচ্ছিল তারা।”

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “বাংলামোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল। পুলিশ একটি বাইকসহ ছয়জনকে আটক করেছে।”

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন