ঢাকা,  সোমবার  ১৫ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

রাজধানীতে স্ত্রীসহ আ.লীগ নেতা আটক

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে স্ত্রীসহ আ.লীগ নেতা আটক

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির খানকে তার স্ত্রীসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, পল্টন থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে এই দম্পতিকে গ্রেফতার দেখানো হয়েছে। মনির খানকে ৫ আগস্টের পর থেকে ঢাকা ও পটুয়াখালীতে দায়ের হওয়া একাধিক মামলায় আসামি করা হলেও তার স্ত্রী ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা জাহানের বিরুদ্ধে কোনো মামলা নেই।

পরিবারের দাবি, রোববার সন্ধ্যায় ঢাকার বাসা থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মিন্টু রোডে পৌঁছালে পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে তাদের ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. জসিম উদ্দিন বলেন, “মনির খান দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। কয়েক মাস আগে তার স্ত্রী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বামীর সঙ্গে ঢাকায় থাকছিলেন। রোববার রাতে ডিএমপি ডিবি পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে আমরা খবর পেয়েছি।”

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন