
ছবি সংগৃহীত
বহু হত্যা ও দুর্নীতির মামলার পলাতক আসামি এবং পটুয়াখালী পৌরসভার সাবেক আলোচিত মেয়র মহিউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. জসিম উদ্দিন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকার এক ব্যারিস্টার আশিকুর রহমানের বাসা থেকে বের হওয়ার সময় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে আটক করে। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়।
মহিউদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের আগস্টে ঢাকার বাড্ডায় ছাত্র আন্দোলনে নিহত সিরাজুল ইসলাম বেপারির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তিনি ১৩ নম্বর আসামি ছিলেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২০ জনকে আসামি করা হয়।
এছাড়া একই বছরের ৬ অক্টোবর সরকারি খাল দখলকে কেন্দ্র করে বেপারিবাড়ি এলাকায় মাকসুদুর রহমান নামের একজনকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কয়েক ঘণ্টা পর শ্মশানঘাটের ভেতর থেকে মাকসুদের মৃতদেহ উদ্ধার হয়। এ ঘটনার পর নিহতের ভাতিজা এনাহক হক তালুকদার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন, যেখানে মহিউদ্দিনকে প্রধান আসামি করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক)ও মহিউদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চালাচ্ছে। গত ৫ আগস্টের পর থেকে ঢাকার দুদক কার্যালয় থেকে আসা একটি টিম তার স্থাবর-অস্থাবর সম্পত্তি পটুয়াখালীতে সরেজমিন তদন্ত করেছে। এছাড়া স্থানীয় এলজিইডি অফিসে দুর্নীতির আরেকটি অভিযোগও তদন্তাধীন রয়েছে।
মেয়র থাকাকালে শহরের অধিকাংশ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণে তিনি ‘শহরের উন্নয়নের রূপকার’ হিসেবে পরিচিতি পান। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে।