ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বাংলাদেশ ব্যাংকের লেনদেন খতিয়ে দেখলো ফেড

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৫, ২ মার্চ ২০২৩

বাংলাদেশ ব্যাংকের লেনদেন খতিয়ে দেখলো ফেড

বাংলাদেশ ব্যাংকে এসেছিলো নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। দেশের আর্থিক খাতের সংস্থাটির সার্বিক লেনদেন খতিয়ে দেখেছে ফেড। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের গ্রাহকদের সঙ্গে এই প্রতিনিধি দল দেখা করবেন।

বুধবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, লেনদেনে বাংলাদেশ ব্যাংকের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং কি করলে আরও ভালো সেবা দেওয়া যাবে সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা যে লেনদেনগুলো করছি সে সম্পর্কে তাদের বোঝাপড়া শেয়ার করেছে। এছাড়া জি ২০ ও বর্তমান বিশ্বের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে গভর্নরের ধারনা কি ও আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি সে সম্পর্কে আলোচনা হয়েছে।

এর আগে গত বছরের জুলাই মাসে বাংলাদেশ ৪৫০ কোটি ডলারের ঋণ চেয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চিঠি দিয়েছিলো। এরপর বেশ কয়েক ধাপে বাংলাদেশ ব্যাংক এসছিলো সংস্থাটির প্রতিনিধি দল। সর্বশেষ গত ১৪ জানুয়ারি চূড়ান্ত আলোচনার জন্য আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছিলেন। তখন প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেছিলেন।

এরপর গত ২ ফেব্রুয়ারি আইএমএফের প্রথম কিস্তির ৪৭৬ মিলিয়ন পায় বাংলাদেশ। এই ডলার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছিলো। সাত কিস্তিতে ৪২ মাসে এই ঋণ দেওয়া হবে।

সারাবিশ্বের মতো বাংলাদেশেও অর্থনৈতিক সংকট চরম মাত্রায় পৌঁছেছে। দ্রব্যমূল্যের দামে ব্যাপক ঊর্ধ্বগতি। মূল্যস্ফীতি বাড়ছে হু হু করে। বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিতে হচ্ছে। রিজার্ভের ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতির মধ্যে বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক ও সরকারের সঙ্গে বৈঠক করতে আসছেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।