ঢাকা,  রোববার  ২৮ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

গাজায় আরও এক ইসরাইলি সেনা নিহত

নিউজজার্নাল২৪.ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ২৫ মার্চ ২০২৪

গাজায় আরও এক ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। দখলদার সামরিক বাহিনী একথা নিশ্চিত করেছে। তবে ওই সেনা কখন এবং কোথায় নিহত হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থার তথ্য মতে, নিহত ওই সেনা দখলদার ইসরাইলের নাহল ব্রিগেডের সদস্য ছিল। ইসরাইলের গণমাধ্যম এই সেনার ছবি প্রকাশ করেছে।

ইসরাইলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর থেকে দখলদার সেনারা গাজা উপত্যকায় স্থল আগ্রাসন শুরু করে এবং সেই থেকে এ পর্যন্ত আড়াইশ’র বেশি সেনা নিহত হয়েছে।

তবে গাজার ইসলামি প্রতিরোধ যোদ্ধারা বলছে- দখলদার সরকার তাদের যত সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে, যুদ্ধে ইসরাইলের প্রকৃত নিহত সেনার সংখ্যা তার চেয়ে অনেক বেশি। প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরাইলের বহু গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা নিহত হয়েছে। পার্সটুডে

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

পর্যটন, খাদ্য, জ্বালানি ও স্বাস্থ্যখাতে থাই বিনিয়োগের আহ্বান শেখ হাসিনার। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস থাইল্যান্ডের। সরকারী পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি দু’দেশের।
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ৭৫ বছরের রেকর্ড ভাঙলো তাপপ্রবাহ।
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৭৩ নেতা-কর্মী বহিষ্কার।
তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫৫ জন নিহত। বাস্তুচ্যুত ২ লাখের বেশি মানুষ।
যেকোন ধরনের ভিসা থাকলেই ওমরাহ করা যাবে- সৌদি সরকারের নতুন ঘোষণা।
প্রিমিয়ার ক্রিকেট লিগে সিটি ক্লাবকে ৮৭ রানে হারালো রূপগঞ্জ টাইগার্স।