ঢাকা,  শুক্রবার  ২৯ সেপ্টেম্বর ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ইশরাক হোসেনের উপর হামলা: মামলার বাদী আটক

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ২৪ জানুয়ারি ২০২৩

ইশরাক হোসেনের উপর হামলা: মামলার বাদী আটক

ইশরাক হোসেনের সঙ্গে জনি

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার বাদী ইমতিয়াজ জনিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) রাত ৮টার পর রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে যাত্রাবাড়ী থানার পুলিশ গ্রেফতার করে তাকে। যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে জনিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন জনির স্ত্রী শাহনাজ মুক্তা। জনির স্ত্রী জানান, গত কয়েকদিন ধরে মামলা তুলে নেওয়ার জন্য ফোনে জনিকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিলো। জনির নামে কোনো মামলা নেই বলেও জানান তার স্ত্রী মুক্তা।

যাত্রাবাড়ী থানার ওসি জানান, গত বছরের ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের দিন গোলাপবাগে পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় সন্দেহভাজন হিসেবে জনিকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন