ঢাকা,  বুধবার  ১৭ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পঞ্চগড়ের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের ফাঁসানো হচ্ছে: ফখরুল

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ১২ মার্চ ২০২৩

পঞ্চগড়ের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের ফাঁসানো হচ্ছে: ফখরুল

ছবি সংগৃহীত

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পঞ্চগড়ের ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রকৃত আসামিদের আড়াল করতেই বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে। 

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে রবিবার (১২ মার্চ) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। 

বিএনপি মহাসচিব বলেন, এই হামলা পূর্ব পরিকল্পিত। জনগণের দৃষ্টি সরাতে এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এটা একটা চক্রান্ত। গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করতে সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে বলে অভিযোগ তার। 

মির্জা ফখরুলের দাবি, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে। কোনো সম্প্রদায়ের ওপর যেকোনো ধরনের হামলা দুঃখজনক, নিন্দনীয়। এ ঘটনায় পুলিশ দায়িত্বে চরম অবহেলা করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, পঞ্চগড়ের ঘটনায় বিএনপির ১৮১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জনগণকে জানাতেই এই সংবাদ সম্মেলন ডাকে বিএনপি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

৭ বিভাগে বইছে তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়ায় ৪০.২ ডিগ্রি সেলসিয়াস।
ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপের সংঘর্ষে ১৪ জন নিহত।
ঈদে টানা ৫ দিন ছুটিতে পদ্মা সেতুতে ১৪ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭০০ টাকার টোল আদায় হয়েছে।
দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে।
জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ায় নাবিকদের পরিবারে আনন্দের জোয়ার। ২০ এপ্রিল দুবাই পৌঁছাবেন তারা, ফিরবেন দেশে- নৌ পরিবহন প্রতিমন্ত্রী।
১৪ দিন কমলো ওমরাহ ভিসার মেয়াদ। হজযাত্রীদের সুবিধার জন্যই এ পরিবর্তন বলছে, সৌদি সরকার।
সব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে: ইরান।
আইপিএলে রান বন্যার ম্যাচে হায়দরাবাদের জয়, বিফলে গেলো ব্যাঙ্গালুরুর দীনেশ কার্তিকের লড়াই।